About Me
'Shall I compare thee to a summer noon?'
'How hot? More than me?', you croon.
'Aha! How 'bout a rain cats and dogs?' Nay...
You don't wanna be wet a bit, I must say.And if I tell you to hold my hand,
Nothing to guess, come, let's just bend,
To the huskiness of winter smog,
Anywhere in this forest where machines jog,
Nobody will find us, like a needle in the hay.
'Is it possible? In an era like this?' , you say.
To be or not to be, is no more a doubt.
What to worry, is now to worry about.
Is there anything I can do for you?
Shan't I have the slightest clue?
How come! I'm in such a dirty mess!
And world is dancing in such lovely dress.
সালটা সম্ভবতঃ ২০০১। কলেজে পড়ি। সিলেট শহরে সাইবার ক্যাফে ধারণাটা সবে পরিচিত হতে শুরু করেছে। এক ঘণ্টা ২০ টাকা হারে চুটিয়ে ইন্টারনেট ব্যবহার করার অফার দিলো এমনই এক ক্যাফে। ইন্টারনেটের আইডিয়াটা এতো লোভনীয় লাগতো যে, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে হলেও মাঝেমাঝেই বন্ধুবান্ধব মিলে চলে যেতাম সাইবার ক্যাফেতে।
কাজ তো তেমন ছিলো না। আর ইন্টারনেটের
যে স্পীড ছিলো, তাতে কয়েকটা পেজ ঘুরতেই সময় শেষের ঘণ্টা বেজে যেতো। এমনই এক কলেজ
পালানোর দিনে ইয়াহু চ্যাটে কথা হচ্ছিলো ইসলামাবাদের কোনো এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া
ছাত্রীর সঙ্গে।
রাজনীতির মারপ্যাঁচ বোঝার মতো বুদ্ধি
মাথায় তখনও ঢোকে নি। কিন্তু মুক্তিযুদ্ধ কি জিনিস, এর ইতিহাসটা তো জানাই ছিলো। তাই
একথা ওকথার পর জিজ্ঞেস করে বসলাম, ১৯৭১ সালে তোমাদের পাকসেনারা যে লক্ষ লক্ষ মানুষ
মারলো, মা-বোনদের ধর্ষণ করলো, এ বিষয়ে তোমার মন্তব্য কি?
উত্তর যা এলো, তা ছিলো আমার ধারণারও
বাইরে।
এক যুগ আগের কথা হলেও পরিষ্কার মনে
আছে, মেয়েটি বলেছিলো- তোমরা যা করেছো, তাতে এই শাস্তি তোমাদের প্রাপ্য।
কি এমন অপরাধ করেছিলাম আমরা?
ইসলামের সঙ্গে বেঈমানি করে পাকিস্তান
ভেঙেছো।