About Me
গত বছর নভেম্বরে
ইসলামাবাদে উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর শীর্ষ সম্মেলনে বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যোগ দেয়ার আমন্ত্রণ জানাতে ঢাকায় আসেন পাকিস্তানী
পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। তার কয়েক ঘন্টার সফরেই ১৯৭১ সালের গণহত্যার
জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনায় তুলে আনেন ততকালীন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি।
কিন্তু জবাবে
হিনা বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে পেছনের কথা ভুলে সামনে এগিয়ে যেতে
হবে।
হিনা ঠিকই
বলেছেন। সুসম্পর্কের জন্য পেছনের কথা ভুলেই যেতে হয়। কিন্তু তাহলে কি পৃথিবীর সব
খুনিই খুন করে নিহতের পরিবারকে এই কথাই শুনিয়ে যাবে? খুনি যদি খুনের ব্যাপারে
একটুও অনুতপ্ত না হয়, তবুও।
দুঃখিত হিনা
রব্বানী। পাকিস্তানে কি হয় জানি না। বাংলাদেশে এ ধরনের সুসম্পর্ক গড়ে তোলার
ব্যাপারে আগ্রহী লোকের সংখ্যা হয়তো খুবই কম।