ছাই-পাশ

কিছু হলেই কবিরা সব আকাশ নিয়ে পড়বে মেতে,
কেউবা আবার দরদ নিয়ে ধান কাটতে যাবে ক্ষেতে,
আরে থামো, গাধা!
সূর্য যখন গনগনিয়ে, আকাশ তখন ভেজা,
আকাশ নিয়ে গল্প লেখা এতোই কি আর সোজা?

আকাশ নিয়ে ধমক খেয়ে, পড়বে এখন চাঁদকে নিয়ে,
কেউ দেখবে তোমার মুখ আর কেউ বা তাকে ভাজবে ঘিয়ে,
বিজ্ঞানীদের কথা!
এক পিঠেতে বরফ যে তার, আরেক পিঠে বালি,
ধূর! চাঁদের পিছে এতো সময় দিচ্ছো খালিখালি।

চাঁদের আসল কথা শুনে, নদী শুধু ভাসে মনে,
নৌকা চড়ে গাইতে গাইতে, চলে যাবো সোঁদরবনে,
একটু থামো দাদা!
বান হবে যে বৃষ্টি এলে, নদী যাবে জলে, স্থলে,
গানটি গাওয়া বাদ দিয়ে যে ফিরবে মায়ের কোলে।

রইলো শুধু বাকি বন, যেথায় হারিয়ে যাবে মন,
কোথায় যাবে রাজকণ্যা, কোথায় রাজার ধন,
এ কি দেখি সাদা!
ওরে বাবা ডাকটি ছেড়ে, বন-জঙ্গল তুললে ঘাড়ে,
ভূত ধরেছে, শুনে সবাই, হেসে বাড়ি ফেরে।

বিষয় তো আর বাকি নাই, কবি আমি কি করে খাই?
বাইরে বিপদ ভয়ঙ্কর, ঘরে বসেই লিখবো তাই,
আছে তোমার মাথা?
সব কিছু শেষ হয়ে গেলেও, হয়নি তো শেষ কবিতা,
তাই কবিতা নিয়েই লিখে ফেল মনে আসে -যা তা।
1 Response
  1. Shayantani Says:

    :D etaoto onek bhalo... porte moja lage :D that's my boy...


Post a Comment